• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > টেনিস

করোনা জয় করার পরামর্শ সানিয়ার

সংক্রমণ মুক্ত হয়েছেন টেনিস সুন্দরী

অলিভিয়া ডায়াস

চলতি মাসের শুরুতেই করোনা আক্রান্ত হয়েছিলেন সানিয়া মির্জা। তবে এখন তিনি সুস্থ হয়ে উঠেছেন। সোশ্যাল মিডিয়ায় নিজেই সুস্থতার খবর জানালেন টেনিস সুন্দরী।

ছয়বারের গ্র্যান্ড স্ল্যাম বিজয়ী নিজের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে আবেগময় পোস্ট দিয়ে নিজের অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন। সানিয়া লিখেছেন, “একটি সমস্যা যা গত একবছর ধরে চলছে। আমিও কোভিড -১৯ এর কবলে পড়েছিলাম। ওপরওয়ালার দয়াতে এখন আমি সুস্থ এবং একদম ঠিক আছি। আমি আমার অভিজ্ঞতা শেয়ার করছি।৩৪ বছর বয়সী সানিয়া জানিয়েছেন, তিনি ভয়ঙ্কর ভাইরাসের কোনও গুরুতর লক্ষণ অনুভব করেননি, তবে এই সময় ছেলের কাছ থেকে দূরে থাকা তাঁর পক্ষে কঠিন ছিল।তিনি জানিয়েছেন, ‍‘আমি ভাগ্যবান যে এই সময়ে আমার কোনও গুরুতর লক্ষণ ছিল না। আমি কোয়ারেন্টাইনে ছিলাম। কিন্তু দুবছরের বাচ্চা ও পরিবারের থেকে দূরে থাকাই ছিল সবচেয়ে কঠিন বিষয়। টেনিস সুন্দরী জানিয়েছেন, সমস্ত ধরনের সতর্কতা অবলম্বন করা সত্ত্বেও তিনি করোনা আক্রান্ত হয়েছিলেন। তিনি সকলকে মাস্ক পরতে ও ঘন ঘন হাত ধোয়ার পরামর্শ জানিয়েছেন।

তিনি বলেন, ‍‘‍‘এই ভাইরাস কোনও মজার জিনিস না। আমি যথাসম্ভব সতর্কতা অবলম্বন করছিলাম। তবুও এর কবলে পড়েছিলাম। আমাদের সকলকে আমাদের বন্ধু এবং পরিবারকে রক্ষার জন্য কিছু করা উচিত। মাস্ক পরুন, আপনার হাত ধুয়ে ফেলুন এবং নিজেকে এবং আপনার কাছের লোকদের রক্ষা করুন। আমরা এই লড়াইয়ে একজোট রয়েছি।

     

বিজ্ঞাপন

Goto Top