অস্ট্রেলীয় প্রচারমধ্যমের উপর বিরক্ত সার্বিয়ান তারকা
স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্কঅস্ট্রেলিয়ান ওপেন এমনিতেই রয়েছে করোনার কবলে। ইতিমধ্যেই করোনা আক্রান্ত হয়েছেন বেশকিছু খেলোয়াড়। তাই কোভিড বিধি আরো কঠিন করা নিয়ে তৎপর প্রশাসন। এরই মাঝে টেনিস তারকা নোভাক জকোভিচ আয়োজকদের চিঠি লিখে কোয়্যারান্টাইন বিধি কিছুটা শিথিল করার আবেদন জানান। যার ফলে তাঁকে শুনতে হয় স্বার্থপর, অকৃতজ্ঞ ইত্যাদি অপ্রীতিকর কথাবার্তা। জকোভিচ মূলত আবেদন করেছিলেন কোয়্যারান্টাইনের সময়সীমা কিছুটা শিথিল করার জন্য। কিন্তু তার এই ধরনের প্রতিক্রিয়া মোটেই আশা করেননি তিনি।
শুক্রবার সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে লম্বা পোস্ট করেছেন সার্বিয়ান তারকা। লিখেছেন, অন্যান্য খেলোয়ারদের নিয়েও তিনি যথেষ্ট চিন্তিত। ইতিমধ্যেই অনেক খেলোয়াড় ১৪ দিনের কোয়্যারান্টাইনের নিয়ম এবং হোটেল সংক্রান্ত বিষয়ে তাঁদের বিরক্তি প্রকাশ করেছেন। এর আগে অস্ট্রেলিয়া সফর চলাকালীন ভারতীয় ক্রিকেট দলের সঙ্গেও একই ধরনের সমস্যা তৈরি হয়েছিল। অস্ট্রেলিয়ার কোভিড বিধির কড়াকড়ি নিয়ে বেশকিছু উত্তপ্ত বাক্যবিনিময় হয় দু’পক্ষের মধ্যে। বিশেষত, ভারতীয় খেলোয়াড়রা যে অনেকেই অখুশি তা হালকাভাবে জানিয়ে দিতেও দ্বিধা করেননি কেউই।
এবার মুখ খুললেন জকোভিচও। বিশ্বের প্রথম স্থানে থাকা এই টেনিস তারকা লেখেন, “আমি জানি এখন পৃথিবী কি অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে। আমিও এই কঠিন সময়ের মধ্যে দিয়েই নিজেকে নিয়ে চলেছি। তাই কোনও কিছুর প্রতি নজর না দেওয়ার প্রশ্নই ওঠে না। কিন্তু মিডিয়া বিষয়টিকে এমনভাবে দেখানোর চেষ্টা করছে, যার জেরে মনে হচ্ছে অন্যান্য খেলোয়ার-সহ আমিও অকৃতজ্ঞ, স্বার্থপর এবং তাদের এই কোয়্যারান্টাইনের নিয়মগুলির প্রতি বিরক্ত। কিন্তু বিষয়টি মোটেও এরকম নয়। আমি জানি, বহু খেলোয়াড় কিভাবে এই অস্বস্তিকর পরিস্থিতির মধ্যে দিয়ে চলেছেন।”
জকোভিচ আরো যোগ করেন, “আমরা সকলেই অস্ট্রেলিয়ায় এসেছি প্রতিযোগিতায় অংশ নিতে। প্রতিযোগিতায় অংশগ্রহণের আগে সঠিকভাবে প্রস্তুতি নিতে না পারা মোটেই ঠিক নয়। সংবাদমাধ্যমে একথা বারবার বললেও আমাদের মধ্যে কেউই তাদের ১৪ দিনের কোয়্যারান্টাইন নিয়ে প্রশ্ন তোলেনি।”
বিরাট, রাহানেদের পর জকোভিচদের নিয়েও ঘটল একই ঘটনা। আরও একবার কাঠগড়ায় অস্ট্রেলিয়ান সংবাদমাধ্যম। বিশ্বের তারকা খেলোয়াড়দের সঙ্গে এই ব্যবহার যে মোটেই বাঞ্ছনীয় নয় এ নিয়ে কোন সন্দেহ নেই।