অনবদ্য নেয়োমি ওসাকা। নিজেকে অনবদ্যভাবে মেলে ধরে কেরিয়ারের দ্বিতীয় অস্ট্রেলিয়ান ওপেন খেতাব জিতে নিলেন । শনিবার জেনিফার ব্র্যাডিকে ৬-৪, ৬-৩ গেমে উড়িয়ে দিলেন তিনি। পাশাপাশি মহিলাদের টেনিসে নতুন রানি হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করলেন।
এই নিয়ে কেরিয়ারের চতুর্থ গ্র্যান্ড স্ল্যাম খেতাব জিতলেন ওসাকা। সেমিফাইনালে সেরিনা উইলিয়ামসকে হারানোর পরেই বোঝা গিয়েছিল এ বারের অস্ট্রেলিয়ান ওপেন জিতবেন তিনি। শেষ পর্যন্ত সেটাই বাস্তবায়িত হল। চ্যাম্পিয়ন হওয়ার পরে ওসাকা “ম্যাচের আগেই সবাইকে বলেছিলাম ব্র্যাডি আমার জন্য সমস্যা হয়ে দেখা দেবে। সেটাই হয়েছে। শেষ পর্যন্ত জিতলাম বলে ভালো লাগছে।’