• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > টেনিস

নতুন বছরে কোটে ফিরছেন শারাপোভা

চোটের জন্যে বেশ কিছুদিন পেশাদার সার্কিটের বাইরে থাকার পর অবশেষে কোর্টে ফিরতে চলেছেন রাশিয়ান টেনিস সুন্দরী মারিয়া শারাপোভা।

স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্ক

ব্রিসবেন: চোটের জন্যে বেশ কিছুদিন পেশাদার সার্কিটের বাইরে থাকার পর অবশেষে কোর্টে ফিরতে চলেছেন রাশিয়ান টেনিস সুন্দরী মারিয়া শারাপোভা। নতুন মরশুমের শুরুতেই ব্রিসবেন ইন্টারন্যাশনালে খেলতে নামবেন মাশা। রাঙ্কিংয়ের নিরিখে বা কোয়ালিফায়ার খেলে অস্ট্রেলিয়ান ওপেনের এই প্রস্তুতি টুর্নামেন্টের মূলপর্বে প্রতিদ্বন্দিতা করবেন না বিশ্বের প্রাক্তন এক নম্বর তারকা। তিনি টুর্নামেন্ট খেলবেন ওয়াইল্ড কার্ড এন্ট্রি হিসেবে।

     

বিজ্ঞাপন

Goto Top