• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > টেনিস

ফরাসি ওপেনের দ্বিতীয় রাউন্ডে জোকার

হারালেন আমেরিকার টেনিস তারকা স্যান্ডগ্রেনকে।

স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্ক

 

ফরাসি ওপেনের দ্বিতীয় রাউন্ডে উঠলেন নোভাক জোকোভিচআমেরিকার টেনিস তারকা স্যান্ডগ্রেনকে সহজেই -, -, - গেমে হারিয়ে দিলেন তিনি  ফরাসি ওপেনে এই পুরুষদের কোনও ম্যাচ আয়োজিত হল।

এদিন কোনও দর্শককে প্রবেশ করতে দেওয়া হয়নি। তবে তাতে কোনও অসুবিধা হয়নি জোকোভিচের। ম্যাচ জিততে খুব একটা পরিশ্রমই করতে হয়নি তাঁকে।

তবে জানা  গিয়েছে, ম্যাচ জিতলেও নাকি একটু মনমরা জোকার। তিনি মনে করছেন  মাঠে দর্শক থাকলে আরও খোলামনে ম্যাচ খেলতে পারতেন।

     

বিজ্ঞাপন

Goto Top