টানা ১৩ ম্যাচ জিতলেন ফ্রেঞ্চ ওপেনে।
স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্ক
রুদ্ধশ্বাস ম্যাচে শেষ হাসি হাসলেন নোভাক জকোভিচ। টানা ১৩ ম্যাচ জিতে ফ্রেঞ্চ ওপেনের কোয়ার্টার ফাইনালে পা রাখলেন সার্বিয়ান তারকা। যদিও ম্যাচের শুরুটা কিন্তু অন্য কথা বলছিল। প্রথম দুটি সেটে হেরে যান জোকার। তারপরেও দুর্দান্ত কামব্যাকের নিদর্শন স্থাপন করে শেষ আটের টিকিট কনফার্ম করলেন বিশ্বের এক নম্বর তারকা।
এদিন শেষ ষোলোর লড়াইয়ে ইতালির লরেঞ্জো মুসোত্তির মুখোমুখি হয়েছিলেন জেকাভিচ। বয়স মাত্র ১৯। তবে বিশ্বের সবথেকে কনিষ্ঠ টেনিস খেলোয়াড় হিসাবে এটিপি র্যাঙ্কিংয়ের সেরা একশোতে প্রবেশ করার কৃতিত্ব দেখিয়েছিলেন এই তরুণ তুর্কি। বয়স কম হলেও, বিশ্বের সেরা তারকার বিরুদ্ধে চোখে চোখ রেখে লড়াই করার সাহস দেখালেন মুসোত্তি। সেইসঙ্গে ভবিষ্যতে টেনিস কোর্টে রাজত্ব করার স্বপ্ন দেখিয়ে গেলেন গোটা বিশ্বকে।