কোয়ার্টার ফাইনালে বিদায়।
স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্ক
ফরাসি ওপেনে থেমে গেল ভারতীয়দের দৌড়৷ সোমবার পুরুষদের ডাবলসের কোয়ার্টার ফাইনালে ভারতের রোহন বোপান্না ও তাঁর ক্রোয়েশিয়ার সঙ্গী ফ্রাঙ্কো স্কুগোর হারার সঙ্গে সঙ্গে রোলা গ্যারোঁয় ভারতীয়দের লড়াই শেষ হয়ে যায়৷ ফরাসি ওপেনের ১৪ নম্বর কোর্টে শেষ আটের লড়াইয়ে স্প্যানিশ জুটি পাবলো আন্দুজা ও পেড্রো মার্টিনেজ ইন্দো-ক্রোট জুটিকে স্ট্রেট সেটে হারায়৷
বোপান্না ও তাঁর ক্রোয়েশিয়ান পার্টনার স্কুগোরের লড়াই মাত্র এক ঘণ্টা ১৭ মিনিটে থেমে যায়৷ স্প্যানিশ জুটির বিরুদ্ধে এই জুটি প্রথম সেটে কিছুটা লড়াই করলেও দ্বিতীয় সেটে দাঁড়াতে পারেননি৷ প্রথম সেট ৫-৭ হারের পর দ্বিতীয় সেট ৩-৬’এ আত্মসমর্পণ করেন বোপান্না ও স্কুগোর৷ এই ইন্দো-ক্রোট জুটি শেষ ষোলোর ম্যাচে নেদারল্যান্ডসের জুটির কাছে ওয়াকওভার পেয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছেছিল৷ কিন্তু সোমবারই থেমে যায় বোপান্নাদের লড়াই৷
বোপান্নার আগে ফরাসি ওপেন থেকে ছুটি হয়ে গিয়েছে দ্বিবীজ শরণ এবং অঙ্কিতা রায়নার৷ পুরুষ ও মহিলাদের ডাবলসের প্রথম রাউন্ডেই বিদায় নিয়েছেন শরণ ও রায়না৷ তার আগে পুরুষ সিঙ্গলসে মেইন ড্রয়ের টিকিট পাননি সুমিত নাগল, রামকুমার রামানাথন এবং প্রজনেশ গুনেশ্বরণ৷