বিরল নজির গড়ার সুযোগ চেক প্রতিভার সামনে
স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্কনতুন চ্যাম্পিয়ন পেল ফরাসি ওপেন। ফাইনালে ৩১ তম বাছাই আনাস্তাসিয়া পাভলিউচেঙ্কোভাকে হারালেন অবাছাই চেক প্রতিভা বারবোরা ক্রেইচিকোভা। তাঁর পক্ষে ফল ৬-১, ২-৬, ৬-৪।
নাওমি ওসাকার মতো তারকার নাম তুলে নেওয়া, সেরেনা উইলিয়ামসের হার। সব মিলিয়ে এবার অনেকটাই জৌলুস হারিয়েছিল ফরাসি ওপেন। সেই সুযোগ কাজে লাগানোর পুরোদস্তুর সুযোগ ছিল অভিজ্ঞ পাভলিউচেঙ্কোভার সামনে। কিন্তু সুযোগ কাজে লাগাতে পারেননি রুশ তারকা। দ্বিতীয় সেটে চোট পাওয়ার পরও সমতা ফিরিয়েছিলেন। কিন্তু শেষ সেটে বাজিমাত করে যান ক্রেইচিকোভা। হানা মান্ডলিকোভার পর তিনিই প্রথম চেক খেলোয়াড় যিনি রোল্যাঁ গারোয় সিঙ্গলস চ্যাম্পিয়ন হলেন। রবিবার মেয়েদের ডাবলসেও নামবেন ক্রেইচিকোভা। জিততে পারলে ২১ বছর পর রোল্যাঁ গারোয় সিঙ্গলস ও ডাবলস খেতাব জয়ের বিরল নজির গড়বেন তিনি। ২০০০ সালে শেষবার এই কৃতিত্ব দেখিয়েছিলেন মেরি পিয়ার্স।