• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > টেনিস

বিদায় সিৎসিপাসের, জয় দিয়ে শুরু জোকারের

শুরুতেই অঘটন উইম্বলডনে

স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্ক

উইম্বলডনের শুরুটা বেশ ভালোই করলেন নোভাক জকোভিচ। বিশ্বের এক নম্বর তারকা প্রথম রাউন্ডে হারালেন যুক্তরাজ্যের জ্যাক ড্রাপেরকে। সদ্য ফরাসি ওপেন জয়ী জোকারের পক্ষে ম্যাচের ফলাফল ৪-৬, ৬-১, ৬-২, ৬-২। প্রথম সেটে হারলেও, পরের তিন সেটে প্রতিপক্ষকে মাথা তুলে দাঁড়াতেই দেননি সার্বিয়ান টেনিস তারকা জকোভিচ।

জোকার জিতলেও, ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে তাঁর প্রতিদ্বন্দ্বী স্টেফানস সিৎসিপাস কিন্তু ভক্তদের হতাশ করলেন। রোলাঁ গ্যাঁরোর রানার্স আপ সিৎসিপাস প্রথম রাউন্ডেই হেরে বিদায় নিলেন গ্রাস কোর্টের গ্ল্যান্ড স্ল্যাম প্রতিযোগিতা থেকে। আমেরিকার অবাছাই ফ্রান্সেসকো তিয়াফোর কাছে স্ট্রেট সেটে হারলেন বিশ্বের তিন নম্বর তারকা।

     

বিজ্ঞাপন

Goto Top