• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > টেনিস

উইম্বলডনে দুরন্ত প্রত্যাবর্তন মারের

বিদায় কিতোভার

স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্ক

দুবারের উইম্বলডন চ্যাম্পিয়ন তিনি। ২০১৩ এবং ২০১৬ সালে টেনিসের এই মহারণে ট্রফি ঘরে তুলেছিলেন ব্রিটিশ তারকা। কিন্তু এরপরই চোট-আঘাতে জর্জরিত হয়ে পড়েন তিনি। দীর্ঘ চার বছর পর উইম্বলডনের মাটিতে কোনও সিঙ্গলস ম্যাচে পা রাখলেন মারে। প্রত্যাবর্তনটা বেশ ভালোই করলেন বিশ্বের প্রাক্তন এক নম্বর তারকা।

প্রতিযোগিতার ২৪তম বাছাই জর্জিয়ার নিকোলোজ বাসিলাশভিলিকে হারিয়ে প্রথম রাউন্ডের গণ্ডি টপকালেন মারে। প্রথম দুটি সেট ৬-৪, ৬-৩ ফলে জিতলেও, পরের সেটে হোঁচট খান ৩৪ বছর বয়সী ব্রিটিশ তারকা। ৫-৭ গেমে হেরে যান তৃতীয় সেট। চতুর্থ সেট ফের স্বমহিমায় ফিরে এসে ৬-৩ গেমে জিতে নেন।

অন্যদিকে, মহিলাদের সিঙ্গলসে শুরুতেই অঘটন। দুবারের উইম্বলডন চ্যাম্পিয়ন পেত্রা কিতোভা বিদায় নিলেন প্রথম রাউন্ড থেকেই। আমেরিকার স্লোয়ানে স্টেফেন্সের কাছে ৬-৩, ৬-৩ স্ট্রেট সেটে হেরে যান বিশ্বের দশ নম্বর চেক তারকা।

     

বিজ্ঞাপন

Goto Top