দুরন্ত গতিতে ছুটে চলেছে ফেড এক্সপ্রেস। ম্যাচের শুরু থেকে বেশ ভালোই লড়াই চালাচ্ছিলেন লরেঞ্জো সোনেগো। প্রথম সেটে একটা সময় ফল দাঁড়ায় ৫-৫। এরপর অ্যাডভান্টেজে চলে যান ফেডেরার। ব্যাস, তারপরই শুরু হয় বৃষ্টি। বেশ কিছুক্ষণ বন্ধ থাকে খেলা। বৃষ্টি চলতে থাকায় ছাউনি দিয়ে ঢাকা হয় স্টেডিয়ামের ওপর। ফের শুরু হয় খেলা।
কিন্তু ফেডেক্সকে আর থামানো যায়নি। আরও একবার টেনিস সার্কিট সাক্ষী থাকল অভিজ্ঞতার কাছে তারুণ্যের হারের। শেষ পর্যন্ত ইতালির তরুণ তুর্কিকে ৭-৫, ৬-৪, ৬-২ সেটে উড়িয়ে কোয়ার্টার ফাইনালে পা রাখলেন সুইস কিংবদন্তি। সেইসঙ্গে গড়ে নিলেন কিছু নজিরও। বয়স প্রায় ৪০ ছুঁই ছুঁই। ওপেন যুগে ফেডেরারই সবথেকে বয়স্ক টেনিস খেলোয়াড় হিসাবে শেষ আটের টিকিট কাটলেন।