• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > টেনিস

অলিম্পিক থেকে নাম প্রত্যাহার ফেডেরারের

হাঁটুর চোটের জন্যই অলিম্পিক থেকে নাম তুলতে বাধ্য হলেন রজার।

স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্ক

রাফায়েল নাদালের পরে রজার ফেডেরার।টোকিও অলিম্পিক থেকেও নাম তুলে নিলেন এই  মহাতারকা। নিজের সোশ্যাল মিডিয়া পোস্টেই সে কথা জানিয়েছেন তিনি। হাঁটুর চোটের জন্যই অলিম্পিক থেকে নাম তুলতে বাধ্য হলেন রজার।

সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে ফেডেরার লেখেন, 'চোটের জন্যই অলিম্পিক্ থেকে নাম তুলে নিতে বাধ্য হচ্ছি। এর জন্য খারাপ লাগছে। সুইৎজারল্যান্ডের হয়ে খেলার জন্য আমি সবসময় মুখিয়ে থাকি।পরের গ্রীষ্মে আবার ফিরতে পারি। সুইৎজারল্যান্ড দলকে আমার তরফে শুভেচ্ছা রইল।’

 

     

বিজ্ঞাপন

Goto Top