টেনিস কেরিয়ারের শেষ প্রান্তে এসে গিয়েছেন , স্বীকার করছেন সুইস কিংবদন্তি।
স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্কটোকিও অলিম্পিকে নামার জন্য মুখিয়ে রয়েছেন কিংবদন্তি রজার ফেডেরার। সেই জন্য বয়স হলেও এখনই অবসর নেবেন না এই সুইস কিংবদন্তি। তবে এই বিশ্বখ্যাত টেনিস তারকা স্বীকার করে নিয়েছেন যে তিনি টেনিস জীবনের একেবারে শেষ প্রান্তে পৌঁছে গিয়েছেন।
এক সাক্ষাৎকারে ফেডেরার বলেন, ‘২০০৯ সালে ফরাসি ওপেন জেতার পর থেকে সংবাদ মাধ্যম আমার অবসরের বিষয় নিয়ে বারবার জল্পনা তৈরি করে আসছে। তবে এটা নিশ্চিত যে আমি আমার কেরিয়ারের শেষ প্রান্তে চলে এসেছি।’ একই সঙ্গে তিনি বলেন, ‘ দু’বছর পরে কী হবে তা আমি বলতে পারব না। সেই কারনেই আমি একটা বছর ধরে পরিকল্পনা করি। যখন আমি নিজের কগ-হুইল ঠিক মতো ধরতে পারব না তখন আমি থেমে যাব।’ গত মাসে হাঁটুর অস্ত্রোপচার হয়েছে ফেডেরারের। বছরের বাকি সময় তিনি আর কোর্টে নামতে পারবেন না। সেই কারণেই ফেডেরারের অবসর নিয়ে ফের জল্পনা তৈরি হয়েছিল। কিন্তু আপাতত জল্পনা উড়িয়ে দিলেন তিনি। টোকিও অলিম্পিকের আগে অবসর নিতে চান না।