• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > টেনিস

ইউএস ওপেন থেকে সরে দাঁড়ালেন নাদাল

করোনার দাপট কমছে না। তাই ইউএস ওপেনে খেলবেন না নাদাল। 

স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্ক

প্রাণঘাতী করোনা ভাইরাসের দাপট অব্যহত। ভাইরাসের দাপট কমা তো দূরের কথা দিন দিন বাড়ছে। তাই ইউএস ওপেনে না খেলার সিদ্ধান্ত নিলেন লাল মাটির সম্রাট রাফায়েল নাদাল। সোশ্যাল মিডিয়ায় ইউএস ওপেনে না খেলার কথা স্পষ্ট জানিয়ে দিয়েছেন তিনি।

নাদাল লিখেছেন, ‍‘অনেক ভাবনা চিন্তার পরে ইউএস ওপেনে না খেলার সিদ্ধান্ত নিয়েছি। গোটা বিশ্ব এখন কঠিন সংঙ্কটের মধ্যে চলছে। কোভিড-১৯ দিন দিন বাড়ছে। এটাকে আমরা কিছুতেই নিয়ন্ত্রণ করতে পারছি না। ’ একই সঙ্গে তিনি বলেন, ‍‘আমি কখনই এই সিদ্ধান্ত নিতে চাইনি। কিন্তু বর্তমান পরিস্থিতি বিচার করে এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি। কারণ এই মুহূর্তে আমি যেতে পারব না। ’

আগামী ৩১ অগস্ট থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত ইউএস ওপেন টুর্নমেন্ট হওয়ার কথা। কিন্তু নিরাপত্তার বিষয়টি পুরোপুরি খতিয়ে দেখার পরেই  ইউএস ওপেন থেকে সরে দাঁড়ালেন নাদাল।

     

বিজ্ঞাপন

Goto Top