যুক্তরাষ্ট্র ওপেনের প্রথম রাউন্ডে জিতলেন চার সেটের লড়াইয়ের পর
স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্ক২০১৩ সালের যুক্তরাষ্ট্র ওপেন। প্রথম রাউন্ডে লুকাস ল্যাকোকে হারিয়ে সাড়া ফেলে দিয়েছিলেন সোমদেব দেববর্মন। কিন্তু তারপর থেকে গ্র্যান্ড স্লাম সিঙ্গলসে জয় পাননি আর কোনও ভারতীয়। সাত বছর পরে সেই ফ্লাশিং মিডোজেই খরা কাটালেন সুমিত নাগাল। মার্কিন যুক্তরাষ্ট্রেরই ব্র্যাডলে ক্লানকে হারালেন ৬-১, ৬-৩, ৩-৬, ৬-১ ফলে। দ্বিতীয় রাউন্ডে অবশ্য কঠিন লড়াই অপেক্ষা করছে সুমিতের জন্য। কারণ, এবার তাঁর প্রতিপক্ষ ডমিনিক থিয়েম। বিশ্বর্যাঙ্কিংয়ে যিনি তিন নম্বরে রয়েছেন। তবে দ্বিতীয় রাউন্ডে ওঠার সঙ্গে সঙ্গেই এক লক্ষ মার্কিন ডলার পুরস্কার নিশ্চিত হয়ে গিয়েছে সুমিতের।
উচ্ছ্বসিত সুমিত টুইটারে লিখেছেন, “গ্র্যান্ড স্লামে আমার প্রথম জয়। আমার কাছে বিশেষ মূহুর্ত। সবাইকে ধন্যবাদ। থিয়েমের বিরুদ্ধে খেলার জন্য মুখিয়ে রয়েছি। টেনিসের দুনিয়ায় নিজে কোথায় রয়েছি সেটা বুঝে নেওয়ার সুযোগ থাকছে।“ টুইটারে সোমদেবও অভিনন্দন জানিয়েছেন সুমিতকে।
নিজের সাফল্যের জন্য বিরাট কোহলিকে ধন্যবাদ জানিয়েছেন সুমিত। কারণ ২০১৭ নাগাদ ফর্ম সঙ্গ দিচ্ছিল না সুমিতকে। দেখে দিয়েছিল আর্থিক সমস্যাও। সেই সময় তাঁর পাশে দাঁড়িয়েছিল বিরাটের সংস্থা। যে কথা মনে করিয়ে ২৩ বছরের হরিয়ানভি বলছেন, “যদি অ্যাথলিটদের আর্থিক সাহায্য করা হয় তাহলে দেশের খেলাধূলার অবশ্যই উন্নতি হবে।“