• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > টেনিস

ছিটকে গেলেন সেরেনা

যুক্তরাষ্ট্র ওপেনের মেয়েদের সিঙ্গলসে সেমিফাইনালে হার মার্কিন তারকার

স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্ক

ফের ইন্দ্রপতন ফ্লাশিং মিডোজে। যুক্তরাষ্ট্র ওপেন জয়ের দৌড় থেকে ছিটকে গেলেন সেরেনা উইলিয়ামস। রেকর্ড সংখ্যক ২৪ তম গ্র্যান্ড স্লাম জেতার স্বপ্ন আপাতত মুলতুবি রাখতে হচ্ছে তাঁকে। মেয়েদের সিঙ্গলস সেমিফাইনালে তৃতীয় বাছাই সেরেনাকে ১-৬, ৬-৩, ৬-৩ সেটে হারালেন ভিক্টোরিয়া আজারেঙ্কা। প্রথম সেটে আবাছাই আজারেঙ্কাকে কোণঠাসা করে হারিয়েছিলেন সেরেনা। কিন্তু দ্বিতীয় সেটে সেরেনার সার্ভিস ভেঙে দুর্দান্তভাবে ফিরে আসেন আজারেঙ্কা। নির্ণায়ক সেটের দ্বিতীয় গেমে সেরেনার অ্যাকিলিস টেন্ডনের চোট চাগাড় দিয়েছিল। যে কারণে ‘মেডিক্যাল টাইম আউট’ নিতে বাধ্য হয়েছিলেন ৩৮ বছর বয়সি মার্কিন তারকা। সেরেনার অনুরাগীদের মত, সেই চোটের কারণেই তৃতীয় সেটে নিজের সেরাটা দিতে পারেননি তিনি। তবে সেরেনা নিজে অবশ্য তাতে কান দিতে নারাজ। জানিয়েছেন, শুশ্রুষা নেওয়ার পর আর কোনও সমস্যা হয়নি তাঁর। তবে তৃতীয় সেটেও সেরেনার সার্ভিস ভেঙে জয় হাসিল করতে সমস্যায় পড়েননি আজারেঙ্কা। সবমিলিয়ে, আপাতত অক্ষুণ্ণই থাকছে মার্গারেট কোর্টের ২৩ টি গ্র্যান্ড স্লাম জয়ের নজির।

সাত বছর পর গ্র্যান্ড স্লামের ফাইনালে উঠে দৃশ্যতই উচ্ছ্বসিত বিশ্বর প্রাক্তন এক নম্বর আজারেঙ্কা। তবে আবেগে ভাসছেন না। কারণ, ফাইনালের লড়াই যথেষ্ট কঠিন হতে চলেছে তাঁর কাছে। উল্টোদিকে থাকছেন জাপানের নাওমি ওসাকা। যিনি ফাইনালে উঠেছেন মার্কিন যুক্তরাষ্ট্রেরই জেনিফার ব্র্যাডিকে ৭-৬, ৩-৬, ৬-৩ সেটে হারিয়ে। শনিবার স্থানীয় সময় বিকেল চারটেয় শুরু হবে ফাইনাল ম্যাচ।

এদিকে, পুরুষদের সিঙ্গলসের প্রথম সেমিফাইনালে স্পেনের পাবলো ক্যারেনো বুস্তার মুখোমুখি হচ্ছেন পঞ্চম বাছাই জার্মান আলেকজান্ডার জভেরেভ। অন্য সেমিফাইনাল নিয়ে অবশ্য উন্মাদনা অনেক বেশি। কারণ, সেখানে তৃতীয় বাছাই দানিল মেদভেদেভের লড়াই দ্বিতীয় বাছাই অস্ট্রিয়ান ডমিনিক থিয়েমের বিরুদ্ধে।

     

বিজ্ঞাপন

Goto Top