• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > টেনিস

যুক্তরাষ্ট্র ওপেন চ্যাম্পিয়ন ওসাকা

প্রথম এশীয় হিসাবে জিতলেন তিনটি গ্র্যান্ড স্লাম

স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্ক

দুর্দান্ত কামব্যাক! প্রথম সেট হেরেও পরের দুই সেটে দুরন্তভাবে ফিরে এলেন নাওমি ওসাকা। যুক্তরাষ্ট্র ওপেন ফাইনালে ১-৬, ৬-৩, ৬-৩ সেটে হারালেন ভিক্টোরিয়া আজারেঙ্কাকে। এই নিয়ে দ্বিতীয়বার ফ্লাশিং মিডোজে চ্যাম্পিয়নের মুকুট উঠল ওসাকার মাথায়। ২০১৮-তেও চ্যাম্পিয়ন হয়েছিলেন তিনি। একইসঙ্গে প্রথম এশীয় হিসাবে তিনটি গ্র্যান্ড স্লাম জিতলেন ওসাকা।

উল্লেখ্য, এই নিয়ে তিনটি মেজর প্রতিযোগিতায় খেলে তিনটিতেই জিতলেন ওসাকা। স্পর্শ করলেন লিন্ডসে ড্যাভেনপোর্ট, জেনিফার ক্যাপ্রিয়াতি এবং জেনিফার ওয়েডকে। এখন তাঁর সামনে শুধু মনিকা সেলেস। যিনি কেরিয়ারের প্রথম ছ’টি মেজর প্রতিযোগিতা জিতেছিলেন।

তবে সমালোচকদের একাংশ ওসাকার জয়কে বেশি নম্বর দিতে নারাজ। কারণ, চ্যাম্পিয়ন হওয়ার পথে বিশ্বর‍্যাঙ্কিং-এ প্রথম কুড়িতে থাকা কোনও খেলোয়াড়ের মুখোমুখি হতে হয়নি জাপানের এই বিস্ময়-প্রতিভাকে। অন্যদিকে, এই নিয়ে তিনবার যুক্তরাষ্ট্র ওপেন ফাইনালে উঠে তিনবারই হেরে কোর্ট ছাড়তে হল আজারেঙ্কাকে।

যুক্তরাষ্ট্র ওপেন জিতলেও আসন্ন ফরাসি ওপেনে নামার বিষয়ে কোনও সিদ্ধান্ত নেননি ওসাকা। প্রসঙ্গত, রোলাঁ গারোতে দর্শকদের স্টেডিয়ামে প্রবেশাধিকার থাকছে। ওয়াকিবহাল মহলের মত, করোনা-আবহে অনেক খেলোয়াড়ই এই কারণে নাম প্রত্যাহার করতে পারেন ফরাসি ওপেন থেকে।

     

বিজ্ঞাপন

Goto Top