• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > টেনিস

ফের বিতর্কে মেদভেদেভ

ফাইনালে থিয়েম বনাম জভেরেভ

স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্ক

চেয়ার আম্পায়ারের সিদ্ধান্তের সঙ্গে একমত হতে পারেননি। আর তার প্রতিবাদ করতে গিয়েই নিজের কোর্ট ছেড়ে নেট পেরিয়ে প্রতিদ্বন্দ্বীর কোর্টে ঢুকেছিলেন দানিল মেদভেদেভ। যা আইনবিরুদ্ধ। আম্পায়ারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে ‘রিভিউ’-ও করেছিলেন। কিন্তু আবেদন করার সময়সীমা ততক্ষণে পেরিয়ে গিয়েছে। বিষয়টি নিয়ে গ্র্যান্ড স্লাম পর্যবেক্ষক ওয়েন ম্যাককেউয়েনকেও জানিয়েছিলেন মেদভেদেভ। কিন্তু তিনিও চেয়ার আম্পায়ারের ড্যামিয়েন দুমুসইয়ের সঙ্গে একমত হন যে নেট পেরিয়ে আইন ভেঙেছেন রুশ তারকা। পরে অবশ্য ক্ষমা চেয়ে নিয়েছেন মেদভেদেভ। তবে ওই ঘটনার পর আর ম্যাচে ফিরতে পারেননি। যুক্তরাষ্ট্র ওপেনের পুরুষদের সিঙ্গলস সেমিফাইনালে তাঁকে ৬-২, ৭-৬(৯-৭), ৭-৬(৭-৫) সেটে হারিয়ে ফাইনালে উঠেছেন অস্ট্রিয়ান ডমিনিক থিয়েম। এবার তাঁর লড়াই জার্মানির আন্দ্রে জভেরেভের বিরুদ্ধে। সেমিফাইনালে প্রথম দু’টি সেট হারার পরেও দুর্দান্তভাবে ফিরে আসেন জভেরেভ। পাঁচ সেটের হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর স্পেনের পাবলো ক্যারেনো বুস্তাকে ৩-৬, ২-৬, ৬-৩, ৬-৪, ৬-৩ ফলে হারিয়েছেন তিনি।

প্রসঙ্গত, যুক্তরাষ্ট্র ওপেনে বিতর্কে জড়ানো এই প্রথম নয় মেদভেদেভের। গত বছরও বলবয়দের সঙ্গে দুর্ব্যবহার করে বিতর্কে জড়িয়েছিলেন। পাশাপাশি। মধ্যমা দেখিয়েছিলেন দর্শকদের। সেই ম্যাচেও চেয়ার আম্পায়ার ছিলেন দুমুসই।

     

বিজ্ঞাপন

Goto Top