নতুন চ্যাম্পিয়ন পেল ফ্লাশিং মিডোজ
স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্কপ্রথম গ্র্যান্ড স্লাম জয়। উচ্ছ্বাস চেপে রাখতে পারেননি ডমিনিক থিয়েম। ম্যাচ শেষে জড়িয়ে ধরেছিলেন প্রতিদ্বন্দ্বী আলেকজান্ডার জভেরেভকে। সেখানেই দানা বেঁধেছে বিতর্ক। কারণ, করোনা-আতঙ্কে এবার করমর্দন করা থেকে বিরত ছিলেন খেলোয়াড়রা। তার বদলে র্যাকেট দিয়ে প্রতিপক্ষের র্যাকেট স্পর্শ করছিলেন। কিন্তু যুক্তরাষ্ট্র ওপেন ফাইনালে জেতার পর আগের বছরগুলির চেনা ছবিই ফিরিয়ে এনেছেন থিয়েম।
তবে যতই বিতর্ক উঠুক, থিয়েম ভাবিত নন। বলছেন, “আমি আর জভেরেভ অনেকদিনের বন্ধু। অনেকদিনের প্রতিদ্বন্দ্বী। গত এক সপ্তাহে অন্তত ১৪ বার কোভিড পরীক্ষার ফল নেগেটিভ এসেছে আমাদের। এই বিশেষ মূহুর্তটা আমরা ভাগ করে নিতে চেয়েছিলাম। কাউকে বিপদে ফেলিনি আমরা। মনে হয় না এতে সমস্যার কিছু রয়েছে।"
বিতর্ক ছাড়িয়ে অবশ্য অন্য মাত্রা পাচ্ছে যুক্তরাষ্ট্র ওপেন ফাইনালের লড়াই। প্রথম দু’সেটে ৬-২, ৬-৪ ফলে থিয়েমকে উড়িয়ে দিয়েছিলেন জভেরেভ। কিন্তু তৃতীয় সেটে দুর্দান্তভাবেই ফিরে আসেন থিয়েম। তৃতীয় এবং চতুর্থ সেট ৬-৪, ৬-৩ ফলে জিতে সমতা ফেরান তিনি। নির্ণায়ক সেটে একসময় ফল ছিল ৬-৬। টাইব্রেকারে ৮-৬ পয়েন্টে ম্যাচ বের করে নেন থিয়েম। চার ঘণ্টা দু’মিনিটের ম্যারাথন লড়াই শেষে থিয়েমের পক্ষে ফল দাঁড়ায় ২-৬, ৪-৬, ৬-৪, ৬-৩, ৭-৬ (৮-৬)।
২০১৪ সালে শেষবার নতুন চ্যাম্পিয়ন পেয়েছিল ফ্লাশিং মিডোজ। যেবার ট্রফি উঠেছিল মারিন চিলিচের হাতে। ছ’বছর পর আবার নতুন চ্যাম্পিয়ন পেল যুক্তরাষ্ট্র ওপেন।