পোল্যান্ডের প্রথম খেলোয়াড় হিসাবে জিতলেন গ্র্যান্ড স্লাম
স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্কনতুন চ্যাম্পিয়ন পেল রোল্যাঁ গারো। শনিবার মেয়েদের ফাইনালে মার্কিন যুক্তরাষ্ট্রের সোফিয়া কেনিনকে ৬-৪, ৬-১ সেটে হারালেন পোল্যান্ডের ইগা সুইয়াটেক। একইসঙ্গে প্রথম পোলিশ খেলোয়াড় হিসাবে জিতলেন গ্রান্ড স্লাম। পাশাপাশি, এই প্রথম ফরাসি ওপেন ট্রফি উঠল এমন কোনও খেলোয়াড়ের হাতে যিনি নতুন সহস্রাব্দে জন্মেছেন। এক্ষেত্রে ১৯ বছরের সুইয়াটেকের সঙ্গে একই সারিতে রয়েছেন ক্রিস এভার্ট, ইভন গুলাগং, আরান্থা স্যাঞ্চেজ ভিকারিও, স্টেফি গ্রাফ এবং মনিকা সেলেস। যাঁরা প্রত্যেকেই কুড়ির কোঠায় পৌঁছনোর আগে ফরাসি ওপেন জিতেছেন।
প্রসঙ্গত, ফাইনালে নামার আগে সুইয়াটেকের র্যাঙ্কিং ছিল ৫৪। ওপেন যুগে র্যাঙ্কিংয়ে এত পিছিয়ে থাকা কোনও খেলোয়াড় ফরাসি ওপেন জেতেননি। তবে চ্যাম্পিয়ন হওয়ার সুবাদে বিশ্বর্যাঙ্কিং-এ ১৭ নম্বরে উঠে এসেছেন পোল্যান্ডের নবতম ‘হার্ট থ্রব’।
রাফায়েল নাদালের অন্ধ ভক্ত সুইয়াটেক বলছেন, “ছোটবেলা থেকে দেখিতাম প্রতি বছর রোল্যাঁ গারোয় ফরাসি ওপেন ট্রফি হাতে তুলছে নাদাল। আজ আমিও দাঁড়িয়ে একই জায়গায়। ভাবতেই গায়ে কাঁটা দিচ্ছে।“