প্রেরণা পাচ্ছেন নাদালও
স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্ক২০২০ সালেই ২০তম গ্র্যান্ড স্ল্যাম জিতে টেনিস কিংবদন্তি রজায় ফেডেরারকে ছুঁয়ে ফেললেন আর এক কিংবদন্তি স্পেনের রাফায়েল নাদাল। রবিবার সার্বিয়ার নোভাক জোকোভিচকে ফরাসি ওপেনের ফাইনালে স্ট্রেট সেটে হারিয়ে এই কৃতিত্ব অর্জন করেন নাদাল। রোল্যাঁ গ্যারোঁতে ম্যাচের ফল নাদালের পক্ষে ৬-০, ৬-২, ৭-৫। এটি তাঁর ১৩তম ফরাসি ওপেন জয়।
সকলেই আশা করেছিলেন নাদালের সামনে কঠিন চ্যালেঞ্জ ছুঁড়ে দেবেন জোকোভিচ। কিন্তু শেষ পর্যন্ত তাঁরা নিরাশই হলেন। গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্টের ফাইনালে এর আগে আট বার মুখোমুখি হয়েছেন এই দুই খেলোয়াড়। যার মধ্যে দু’জনেই জিতেছিলেন চার বার করে। এ বার ফরাসি ওপেনের ফাইনাল জিতে সেই মুখোমুখি সাক্ষাতে ৫-৪ এগিয়ে গেলেন নাদাল।
১৩ বার ফরাসি ওপেন জয়ের ইতিহাস তৈরির পরে নাদালের প্রতিক্রিয়া, ‘‘এখানে জয় পাওয়া মানে সব কিছু পাওয়া। আমি এক বারও ভাবিনি ফাইনালে জিতলে রজারের ২০তম গ্র্যান্ড স্ল্যাম জয়ের নজির স্পর্শ করব। আজকের দিনটা ছিল রোল্যাঁ গ্যারোঁ জয়। আর সেটাই আমার কাছে সব কিছু। প্যারিস আর এখানকার কোর্টের সঙ্গে আমার ভালবাসা কখনও ভোলা যাবে না।’’
নাদালের কাছে স্ট্রেট সেটে হেরে জোকোভিচ বলে গেলেন, ‘‘আজ তুমি দেখিয়ে দিয়ে কেন তোমাকে ক্লে কোর্টের রাজা বলা হয়।এ রকম কঠিন ম্যাচেও তুমি আমাকে ছত্রভঙ্গ করে দিলে দক্ষতাকে কাজে লাগিয়ে।’’
আর যার রেকর্ড এ দিন স্পর্শ করলেন নাদাল, সেই রজার ফেডেরার বলেছেন, ‘‘বন্ধু ও চ্যাম্পিয়ন রাফা সম্পর্কে সর্বোচ্চ শ্রদ্ধা রয়েছে। আমার দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী। আমি মনে করি নিজেদের সেরাটা বার করে আনতে আমরা একে অপরকে প্রেরণা দিই। ওর ২০তম গ্র্যান্ড স্ল্যাম খেতাব জয়ের পরে অভিনন্দন জানাতে পেরে আনন্দ হচ্ছে। ১৩ বার ফরাসি ওপেনে চ্যাম্পিয়ন হওয়া একটা অবিশ্বাস্য কাজ। আমার মতে, ২০ হল আমাদের দু’জনের কাছেই এগিয়ে যাওয়ার একটা প্রেরণা।’’