• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > টেনিস

টেনিস বিশ্বকে অবাক করে অবসর অ্যাশলে বার্টির

ইনস্টগ্রামে একটি ভিডিয়ো পোস্ট করে অবসরের কথা জানিয়েছেন।

গোটা টেনিসবিশ্বকে অবাক করে দিয়ে আবসর ঘোষণা করলেন অ্যাশলে বার্টি এই মুহূর্তে বিশ্বের এক নম্বর টেনিস তারকার সিংহাসন এই ২৫ বছর বয়সী টেনিস তারকার দখলে ছিলও জানুয়ারিতে অস্ট্রেলিয়ান ওপেনও জিতে প্রথম অস্ট্রেলীয় প্লেয়ার হিসেবে এই টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হওয়ার নজির গড়েছিলেন তিনি বুধবার (২৩ মার্চ) ইনস্টগ্রামে একটি ভিডিয়ো পোস্ট করে নিজের অবসরের সিদ্ধান্তের কথা জানিয়েছেন এই অজি তারকা

বার্টি ইন্সটাগ্রামে ভিডিয়োটিতে বলেছেন, "আজ আমার জন্য কঠিন এবং আবেগেপূর্ণ কারণ আমি টেনিস থেকে অবসর ঘোষণা করছি। আমি নিশ্চিত ছিলাম না কী ভাবে এই খবরটি আপনাদের সাথে শেয়ার করব, তাই আমি আমার ভাল বন্ধু আমাকে সাহায্য করতে বলেছি। এই খেলাটি আমাকে যা দিয়েছে তার জন্য আমি কৃতজ্ঞ এবং গর্বিত এবং পরিপূর্ণ বোধ করছি। যাঁরা আমাকে এত দিন ধরে সমর্থন করেছেন, তাঁদের সবাইকে ধন্যবাদ। সকলের সঙ্গে যে স্মৃতি তৈরি হয়েছে, তার জন্য আমি সব সময়ে কৃতজ্ঞ থাকব। আগামীকাল আমার সাংবাদিক সম্মেলনে আরও কিছু বলার রয়েছে।" প্রসঙ্গত বৃহস্পতিবার অ্যাশ বার্টির সাংবাদিক সম্মেলন করা কথা রয়েছে

 

     

বিজ্ঞাপন

Goto Top