ডাবলসে ৪৩ বছর বয়সে ইতিহাস।
অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে উঠলেন রোহন বোপান্না। ডাবলসে অস্ট্রেলিয়ার ম্যাথু এবডেনকে সঙ্গী করে ফাইনালে উঠলেন ভারতীয় টেনিস তারকা।
বোপান্না এবং এবডেন জুটি হারিয়ে দিলেন চিনের ঝ্যাং ঝিঝেন এবং চেক প্রজাতন্ত্রের টমাস মাচাককে। প্রথম সেটে ৬-৩ গেমে জিতলেও দ্বিতীয় গেমে একই ফলে হেরে গিয়েছিলেন বোপান্নারা। ওই সেটটি গড়ায় টাই ব্রেকারে। সেখানে ১০-৭ ফলে ম্যাচ জিতে নেন বোপান্নারা।