• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > টেনিস

সমর্থকদের সামনে খেলা বাড়তি সুবিধা জোগাবে, বলছেন লিস্টন

এশিয়ান কাপ বাছাই পর্বে। 

কলকাতায় আসন্ন এশিয়ান কাপ বাছাই পর্বে দেশের সমর্থকদের সামনে খেলাই তাঁদের বাড়তি সুবিধা জোগাবে বলে মনে করেন ভারতীয় দলের তারকা ফরোয়ার্ড লিস্টন কোলাসো। কলকাতায় ম্যাচগুলি পড়ায় তাই তিনি বেশ খুশি এবং সতীর্থরা এই তিন ম্যাচে সাফল্য অর্জনের জন্য যথেষ্ট আত্মবিশ্বাসী বলেই তাঁর ধারণা।

এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বে গ্রুপ ডি-র খেলাগুলি আগামী সপ্তাহে হবে কলকাতায়। এই গ্রুপে ভারত ছাড়াও রয়েছে হংকং, আফগানিস্তান ও কম্বোডিয়া। এরা প্রত্যেকেই ফিফা ক্রমতালিকায় ভারতের নীচে রয়েছে। চলতি মাসের ৮, ১১ ও ১৪ তারিখে এই ম্যাচগুলি হবে। তার আগে প্রস্তুতির শেষ পর্ব চলছে ভারতীয় দলে।

এএফসি এশিয়ান কাপের বাছাই পর্বে ছ’টি গ্রুপের জয়ীরা যেমন মূলপর্বে খেলার যোগ্যতা অর্জন করবে, তেমনই দ্বিতীয় স্থানাধিকারী দলগুলির মধ্যে থেকে সেরা পাঁচটি দলকে মূলপর্বে খেলার ছাড়পত্র দেওয়া হবে। তবে গ্রুপের সেরা দল হিসেবেই মূলপর্বে খেলার যোগ্যতা অর্জন করতে চান তরুণ তারকা কোলাসো।       

এই তিন ম্যাচ নিয়ে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের ওয়েবসাইটকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, “আসন্ন বাছাই পর্বের ম্যাচগুলিতে জয় ও ২০২৩ এশিয়ান কাপের মূলপর্বে ওঠার ব্যাপারে আমি আত্মবিশ্বাসী। এটাই এখন আমাদের একমাত্র লক্ষ্য। কলকাতায় নিজেদের দেশের সমর্থকদের সামনে খেলা আমাদের বাড়তি সুবিধা জোগাবে”।    

সম্প্রতি তিনটি প্রস্তুতি ম্যাচে হারলেও ভারতীয় শিবিরে সবারই যথেষ্ট ইতিবাচক মানসিকতা রয়েছে বলে জানান কোলাসো। বলেন, “আমাদের শিবিরে ইতিবাচক আবহাওয়া। সবাই আশাবাদী এবং আত্মবিশ্বাসী। একে অপরের প্রতি আস্থা আছে আমাদের। আগামী তিনটি ম্যাচে নিজেদের সেরাটা দিতে আমরা সবাই তৈরি”।

     

বিজ্ঞাপন

Goto Top