• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > টেনিস

ফরাসি ওপেন থেকে ছিটকে গেলেন মেদভেদেভ

বিশ্ব র‍্যাঙ্কিংয়ে ১৭২ নম্বরে থাকা থিয়াগো ওয়াইল্ডের কাছে হার। 

ফরাসি ওপেনের প্রথম রাউন্ডেই ঘটে গেল অঘটন। বিশ্ব ক্রমতালিকায় দুই নম্বরে থাকা রাশিয়ান তারকা দানিল মেদভেদেভ প্রথম রাউন্ডেই হেরে ছিটকে গেলেন ফরাসি ওপেন থাকা। আর তাঁকে হারালেন বিশ্ব র‍্যাঙ্কিং-এর ১৭২ নম্বরে থাকা থিয়াগো ওয়াইল্ড‌।

খেলার ফল দানিল মেদভেদেভের বিরুদ্ধে ৬-৭, ৭-৬, ৬-২, ৩-৬, ৪-৬। ফরাসি ওপেনের ইউটিউব চ্যানেলের তরফে এই ম্যাচের ভিডিয়ো ফুটেজ প্রকাশ করা হয়েছে। যে ফুটেজ কার্যত স্তম্ভিত করে দিয়েছে গোটা বিশ্বের টেনিস ভক্তদের। উল্লেখ্য ফরাসি ওপেনের লাল সুড়কির কোর্টে এতবড় অঘটন ঘটল প্রায় ২৩ বছর পরে।

     

বিজ্ঞাপন

Goto Top