৬-২, ৪-৬, ৬-২, ৭-৬(৭-৪) সেটে জিতলেন।
দুরন্ত রাফায়েল নাদাল।কঠিন লড়াই জিতলেন লাল মাটির সম্রাট।নিজেকে অনবদ্যভাবে মেলে ধরে ফরাসি ওপেনের সেমিফাইনালে উঠলেন রাফা।বিশ্বের এক নম্বর নোভাক জকোভিচকে কোয়ার্টার ফাইনালে ৬-২, ৪-৬, ৬-২, ৭-৬(৭-৪) সেটে হারিয়ে দিলেন। রেকর্ড ২২তম গ্র্যান্ড স্লাম জেতার থেকে মাত্র দুই ধাপ দূরে রয়েছেন ক্লে-কোর্টের রাজা নাদাল।
এদিন কোর্টে চার ঘণ্টা ১২ মিনিটের লড়াই-এর পরে জয় নিশ্চিত করেন নাদাল। ২১ বারের গ্র্যান্ড স্লাম বিজয়ী নাদাল শুক্রবার তৃতীয় বাছাই আলেকজান্ডার জাভেরেভের মুখোমুখি হবেন। জার্মানির ২৫ বছর বয়সী জাভেরেভ টানা দ্বিতীয়বার সেমিফাইনালে উঠেছেন। দুই টেনিস গ্রেট রাফায়েল নাদাল এবং নোভাক জকোভিচের মধ্যে এটি ছিল ৫৯তম ম্যাচ। ফরাসি ওপেনে নাদাল দুর্দান্ত মেলে ধরে বিশ্বের এক নম্বরকে হারিয়ে দিলেন।