২২তম গ্র্যান্ড স্লাম খেতাব। সেই সঙ্গে ১৪-তম ফরাসি ওপেন।
অনবদ্য রাফায়েল নাদাল। ফরাসি ওপেনের ফাইনালে নিজেকে চমৎকারভাবে মেলে ধরে জিতে নিলেন ২২তম গ্র্যান্ড স্লাম খেতাব। সেই সঙ্গে ১৪-তম ফরাসি ওপেন। তিনিই লাল-মাটির সম্রাট তা আরও একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন। ক্যাসপার রুডকে লড়াইয়ের কোনও সুযোগই দিলেন না।নাদালের দাপুটে মেজাজের সামনে কার্যত উড়েই গেলেন প্রতিপক্ষ। স্প্যানিশ তারকার পক্ষে ম্যাচের ফল ৬-৩, ৬-৩, ৬-০।
সবচেয়ে বয়স্ক টেনিসতারকা হিসেবে ক্লে কোর্ট খেতাব জয়ের নজির এখন নাদালের ঝুলিতে। ২০০৫ সালে ১৯ বছর বয়সে প্রথমবার প্যারিসে এই গ্র্যান্ড স্লামের পাশে নিজের নাম খোদাই করেছিলেন নাদাল। তারপর একে একে ১৪টি। কোনও মহিলা কিংবা পুরুষ টেনিস খেলোয়াড় প্যারিসের এই কোর্টে ১৪টি খেতাব জেতেননি।