২১-তম গ্র্যান্ডস্লাম জিতলেন রাফা।
ইতিহাস তৈরি করলেন রাফায়েল নাদাল।রবিবাসরীয় দুপুরে অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে ড্যানিল মেদভেদেভকে হারিয়ে ২১-তম গ্র্যান্ডস্লাম জিতে নিলেন। মেলবোর্ন শহরের রড লেভার এরিনায় এদিন প্রথম দুই সেটে ছন্দ খুঁজে না পেলেও দুরন্ত ভাবে পরিবর্তী তিন সেট জিতে দ্বিতীয় অস্ট্রেলিয়ান ওপেন জিতলেন রাফা। দীর্ঘ ৫ ঘন্টা ৩৫ মিনিট লড়াইয়ের পর খেলার ফলাফল হয় ২-৬, ৬-৭(৫-৭), ৬-৪, ৬-৪, ৭-৫।
এই দিন প্রথম থেকেই আক্রমণাত্মক ছন্দে দেখা যায় মেদভেদেভকে। ফলস্বরূপ এই সেটে ২-৬ পয়েন্টের ব্যবধানে পরাস্ত হন নাদাল। তবে দ্বিতীয় সেটে দুরন্ত কামব্যাক করেন রাফা। প্রথম সেটে হারের যোগ্য জবাব দিতে মরিয়া হয়ে ওঠেন তিনি। কিন্তু এই সেটে ৬-৬ স্কোর হওয়ায় টাইব্রেকারে ৬-৭(৫-৭) পয়েন্টের ব্যবধানে জয় তুলে নেন মেদভেদেভ।
তৃতীয় সেটে জমজমাট হয়ে ওঠে খেলা। রাফার পক্ষে ম্যাচের ফলাফল দাঁড়ায় ৬-৪। চতুর্থ সেটে খেলা আরও রোমাঞ্চিত হয়ে ওঠে। প্রায় ৩০ মিনিটেরও বেশি সময় ধরে চলে মেদভেদেভ-রাফা’র রুদ্ধশ্বাস লড়াই। তবে শেষ পর্যন্ত এই স্প্যানিশ টেনিস তারকার কাছে হার মানতে হয় মেদভেদেভকে। রাফার পক্ষে ম্যাচের ফলাফল হয় ৬-৪। পঞ্চম সেটেও রুদ্ধশ্বাস লড়াই করে জয় ছিনিয়ে নিয়ে ২১তম গ্র্যান্ডস্লাম জেতেন এই স্প্যানিয়ার্ড।