• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > টেনিস

বিচ্ছেদ হয়ে গেল পিকে-শাকিরার

শনিবার সরকারিভাবে বিচ্ছেদ হয়ে গিয়েছে।

 

অবশেষে যা হওয়ার তাই হল! বিয়ে ভেঙে গেল পিকে ও শাকিরার।শনিবার সরকারিভাবে বিচ্ছেদ হয়ে গিয়েছে।সেই সঙ্গে বহুদিন ধরে চলা জল্পনা সত্যি হল।

উল্লেখ্য, ২০১০ সাল থেকে সম্পর্কে ছিলেন বার্সেলোনার ফুটবলার এবং এই বিখ্যাত গায়িকা কিন্তু সম্পর্কে চিড় ধরেছে।তাই সম্পর্ক ভাঙার সিদ্ধান্ত নিয়েছেন।এ দিনই একসঙ্গে বিবৃতি দিয়ে জানিয়ে দিলেন, তাঁদের মধ্যে এখন আর কোনও সম্পর্ক নেইপিকে ও শাকিরার দুই সন্তান রয়েছে দুজনেই জানিয়েছেন, সন্তানরা তাঁদের কাছে সবচেয়ে আগে। ফলে গোটা বিষয়টিতেই গোপনীয়তা রাখতে চান তাঁরা।

     

বিজ্ঞাপন

Goto Top