অবশেষে এল সেই সময়!টেনিসকে চিরবিদায় জানাতে চলেছেন কিংবদন্তি রজার ফেডেরার। ৪১ বছর বয়্সে টেনিস র্যাকেট তুলে রাখার সিদ্ধান্ত নিলেন ২০টি গ্র্যান্ড স্ল্যামের মালিক। দীর্ঘ ২৪ বছর প্রতিযোগিতামূলক টেনিস জীবনে ফেডেরার সব ধরণের প্রতিযোগিতায় চ্যা্ম্পিয়ন হয়েছেন। অস্ট্রেলিয়ান ওপেন জিতেছেন ছ’বার, উইম্বলডন জিতেছেন আটবার, ইউএস ওপেন জিতেছেন পাঁচবার, ফরাসি ওপেন জিতেছেন একবার।
অবসরের সিদ্ধান্ত জানিয়ে ফেডেরার লিখেছেন, ‘গত তিন বছর ধরে চোট এবং অস্ত্রোপচার আমাকে একাধিকবার চ্যালেঞ্জ জানিয়েছে। আমি চোট আঘাত সারিয়ে ফের কোর্টে ফেরার চেষ্টা করেছি। কিন্তু আমি জানি আমার শরীরের ক্ষমতা ও সীমাবদ্ধতা। আমার বয়স ৪১। টেনিস থেকে কখন বিদায় নিতে হবে তা উপলব্ধি করার সময় এসে গিয়েছে।’আগামী সপ্তাহে শুরু হচ্ছে লেভার কাপ। ওই লেভার কাপ খেলেই টেনিসকে বিদায় জানাবেন রজার।