নোভাকের পক্ষে খেলার ফল ৬-৩, ৬-২, ৬-২।
ফরাসি ওপেনের কোয়ার্টার ফাইনালে উঠলেন নোভক জকোভিচ। সেই সঙ্গে তিনি ভেঙে দিলেন রাফায়েল নাদালের রেকর্ড।
রবিবার পেরুর টেনিস প্লেয়ার হুয়ান পাবলো ভারিয়াসকে ১ ঘণ্টা ৫৭ মিনিটের লড়াইয়ে হারিয়ে নয়া নজির গড়লেন তিনি। খেলার ফল নোভাকের পক্ষে ৬-৩, ৬-২, ৬-২। এ দিনের ম্যাচের আগে নাদাল আর জকোভিচ একই জায়গায় অবস্থান করছিলেন। কিন্তু রবিবার রাফাকে ছাপিয়ে নতুন রেকর্ড করলেন জোকোর। গোটা ম্যাচে মাত্র সাতটি গেম জিতেছেন পাবলো। কিন্তু তার শেষ পর্যন্ত ৬-৩ প্রথম সেটে জেতেন জকোভিচ।