জিতলেন ২-৬, ৬-৩, ৬-২, ৬-৪ সেটে।
প্রতিপক্ষ ছ’বারের উইম্বলডন জয়ী জকোভিচ। তবুও পাল্লা দিয়ে লড়লেন নরি। কিন্তু শেষ হাসি হাসলেন জোকারই।
জকোভিচ জিতলেন ২-৬, ৬-৩, ৬-২, ৬-৪ সেটে। রবিবার উইম্বলডনের সেন্টার কোর্টে ২১তম গ্র্যান্ড স্ল্যাম এবং সপ্তম উইম্বলডন ট্রফির লক্ষ্যে নামবেন জোকার। খেলবেন অস্ট্রেলিয়ার নিক কিরিয়সের বিরুদ্ধে, যাঁকে এখনও পর্যন্ত দু’টি সাক্ষাতে এক বারও হারাতে পারেননি সার্বিয়ার তারকা। তাই উইম্বলডন ফাইনাল জমে উঠবে বলে মনে করছে টেনিস মহল।