• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > টেনিস

সাত নম্বর উইম্বলডন জয় জকোভিচের

গ্র্যান্ড স্ল্যামের তালিকায় টপকে গেলেন ফেডেরারকে।

অনবদ্য নোভাক জকোভিচ।পিছিয়ে পড়ে ফের লড়াই করে ফিরে এলেন। সেইসঙ্গে উইম্বলডন ফাইনালও জিতে নিলেন জোকার।  

নিক কিরগিয়স জীবনে প্রথমবার গ্র্যান্ড স্ল্যাম ফাইনালে খেলছেন। তাই ধা্রে এগিয়ে ছিলেন জকোভিচ।ফাইনালের এহেন অসম লড়াইয়ে সবাই এগিয়ে রেখেছিলেন জকোভিচকেই সকলের অনুমান সত্যি করে চার সেটে ম্যাচ জিতে নিলেন তিনি ফল নোভাকের পক্ষে -, -,-, - প্রথম সেট হারলেও দাপটের সঙ্গে পরের তিন সেটে ম্যাচ ছিনিয়ে নিলেন সার্বিয়ান কিংবদন্তি ২১ নম্বর গ্র্যান্ড স্ল্যাম ট্রফি জিতে রজার ফেডেরারকে পিছনে ফেলে দিলেন সেই সঙ্গে জিতলেন সপ্তম উইম্বলডন ট্রফিও।

     

বিজ্ঞাপন

Goto Top